ঢাকা:অস্ট্রেলিয়ার মাটিতে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-২০ বিশ্বকাপের মিশন শুরু করছে বাংলাদেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফ্রেব্রুয়ারি সিডনিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নারী টি-২০ বিশ্বকাপের সপ্তম আসর।
স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আসর।
বিশ্ব নারী দিবস ৮ মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
মোট ১০টি দল দুই ভাগে বিভক্ত হয়ে এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশর প্রতিপক্ষ হিসেবে রয়েছে- ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলংকা। টুর্নামেন্টের অপর ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও থাইল্যান্ড।
২৪ ফেব্রুয়ারি পার্থে বিকেল ৫টায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে সালমা খাতুনের দল। দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে।
সপ্তম নারী টি-২০ বিশ্বকাপের সূচি :
২১ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া বনাম ভারত ( সিডনি, দুপুর ২টা)
২২ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ বনাম থাইল্যান্ড (পার্থ, দুপুর ১২টা); নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা (পার্থ, বিকেল ৫টা)
২৩ ফেব্রুয়ারি : ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (পার্থ, বিকেল ৫টা)
২৪ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া বনাম শ্রীলংকা (পার্থ, দুপুর ১২টা); বাংলাদেশ বনাম ভারত (পার্থ, বিকেল ৫টা)
২৬ ফেব্রুয়ারি : ইংল্যান্ড বনাম থাইল্যান্ড (ক্যানবেরা, সকাল ৯টা); ও: ইন্ডিজ বনাম পাকিস্তান (ক্যানবেরা, দুপুর ২টা)
২৭ ফেব্রুয়ারি ২০২০ : ভারত বনাম নিউজিল্যান্ড (মেলবোর্ন, সকাল ৯টা); অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ (ক্যানবেরা, দুপুর ২টা)
২৮ ফেব্রুয়ারি ২০২০ : দ. আফ্রিকা বনাম থাইল্যান্ড (ক্যানবেরা সকাল ৯টা); ইংল্যান্ড বনাম পাকিস্তান (ক্যানবেরা, দুপুর ২টা)
২৯ ফেব্রুয়ারি ২০২০ : নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (মেলবোর্ন, সকাল ৯টা); ভারত বনাম শ্রীলংকা (মেলবোর্ন, দুপুর ২টা)
১ মার্চ, ২০২০ : দ. আফ্রিকা বনাম পাকিস্তান (সিডনি, সকাল ৯টা); ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ (সিডনি, দুপুর ২টা)
২ মার্চ, ২০২০ : শ্রীলংকা বনাম বাংলাদেশ (মেলবোর্ন, সকাল ৯টা); অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড (মেলবোর্ন, দুপুর ২টা)
৩ মার্চ, ২০২০ : পাকিস্তান বনাম থাইল্যান্ড (সিডনি, সকাল ৯টা); ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (সিডনি, দুপুর ২টা)
৫ মার্চ, ২০২০ : প্রথম সেমিফাইনাল (সিডনি, সকাল ৯টা); দ্বিতীয় সেমিফাইনাল (সিডনি, দুপুর ২টা)
৮ মার্চ, ২০২০ : ফাইনাল (মেলবোর্ন, দুপুর ২টা)
সূত্র : বাসস