দিন আসে, দিন যায়—-শাহাদাত হোসেন

Slider জাতীয় সাহিত্য ও সাংস্কৃতি


আমরা যারা ছুটির দিনেও পরিজন ছেড়ে দূরে থাকি, কাজ করি তাদের কাজের মধ্যেও মাঝে মাঝে একটা শূন্যতা ভর করে নিজের অজান্তেই। তেমনি বিশেষ কোন দিনে বা মূহুর্তে পরিবারের সদস্যদেরও হয়তো আমাদেরকে কাছে পাওয়ার আশায় ব্যাকূল থাকে,কথা বলার, কথা শোনার। আমরা অসহায় নিয়তির কাছে জীবন ও জীবিকার তাগিদে।

কাজের সময় কিছু মানুষের সাথে কথা হয়,পরিচয় হয়।নিজের অজান্তেই আবার দু’একজন পছন্দের তালিকায় নাম লিখিয়ে নেয়। কাজে,আচরণে। তেমনি কিছু পছন্দের মানুষের মধ্যে রং মিস্ত্রি ওমর আলী একজন। আজ এই বসন্ত ও ভালোবাসা দিবসে ওমর আলীকে কাছে ডেকে ওর হাতে ভালোবাসার একটা ফুলের তোড়া তুলে দিলাম। ওর দুচোখ বেয়ে অশ্রু ঝরছে।আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। আমার হাত ধরে বাকরূদ্ধ কন্ঠে বললো,স্যার,আমাকে একটু ছুটি দিবাই? ‘ আমি কেন জিজ্ঞাসা করতেই হাসি দিয়ে বললো,ফুলের তোড়াটা বাসায় দিয়ে আসি।
অফুরান ভালোবাসায় বেঁচে থাকুক ওমর আলীর দাম্পত্য জীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *