ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে পরস্পরকে আলিঙ্গন এবং চুমু দেয়া থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বৃটিশ বিজ্ঞানী প্রফেসর জন অক্সফোর্ড। কুইন মেরি ইউনিভার্সিটির এই বিজ্ঞানী বলেছেন, ভয়াবহ এই ভাইরাস থেকে জনগণ নিজেরাই নিজেদের রক্ষা করতে পারেন। বিশ্ব ভালবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে’তে পশ্চিমা তরুণ তরুণীদের মধ্যে দেখা দেয় উন্মাদনা। তাতে একে অন্যকে আলিঙ্গন এবং চুমু দেয়ার ঘটনা ঘটে। ঠিক এ সময়ে প্রফেসর জন অক্সফোর্ড এই ভাইরাসকে একটি সামাজিক ভাইরাস বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এই ভাইরাস সংক্রমণ ঘটে একজনের সঙ্গে আরেকজনের ঘনিষ্ঠ সম্পর্কে। তাই ঘনিষ্ঠ সম্পর্ক আপাতত বন্ধ রেখে এই ভাইরাসকে পরাজিত করা যেতে পারে বলে তিনি মত দিয়েছেন। করোনা ভাইরাস বা কভিড-১৯ আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের সময় নিশ্বাসের সঙ্গে বাষ্প আকারে ছড়িয়ে পড়ছে।
তাই কেউ কারো মুখের কাছে মুখ আনলে, নাক আনলে এই ভাইরাসে তিনি সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। বিবিসি রেডিও ৪-এর টুডে প্রোগ্রামে প্রফেসর জন অক্সফোর্ড বলেছেন, আমি মনে করি আমরাই আমাদেরকে একেবারে আবৃত করে রাখতে পারি আমাদের সামাজিক কর্মকান্ডের মাধ্যমে। আমরা কিভাবে অন্য মানুষের সঙ্গে মেলামেশা করছি তা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ। মুখে মাস্ক পরার চেয়েও এ বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ।