নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে উপজেলার পৌর শহরের কেওয়া এলাকার শীর্ষ মাদক কারবারী সুজন (২৫) আটকের পর জনমনে স্বস্তি ফিরে এসেছে।
পৌর শহরের কেওয়া এলাকার রাজু মিয়া বলেন, সুজন ছিল এলাকার চিহ্নিত মাদক কারবারী তাকে আটকের পর আমাদের মাঝে স্বস্তি ফিরে এসে।
একই এলাকার সাদিকুল ইসলাম বলেন, সুজনকে এর আগে পুলিশ বেশ কয়েকবার গ্রেপ্তার করেছে তারপরেও সুজন মাদক ব্যবসা থেকে ফিরে আসছে না। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি সুজন যাতে জেলখানা থেকে তাড়াতাড়ি বের হয়ে না আসতে পারে।
একই এলাকার তৌহিদুল ইসলাম বলেন, সুজনের আটকের খবর পেয়ে সাধারণ জনমনে স্বস্তি এসেছে। আমাদের দাবি প্রশাসন যাতে সুজনের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেই।
একই এলাকার রফিকুল ইসলাম বলেন, সুজন কে বাঁচানোর জন্য কিছু মাদক ব্যবসায়ী সক্রিয় হয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে, সুজন কে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু সুজন প্রকৃত মাদক ব্যবসায়ী এটা এলাকার সবাই জানে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন মাদকসহ সুজনকে আটক করেছি। আটকের পর এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী আমার বিরুদ্ধে অভিযোগ করছে।
তিনি আরো জানান, সুজন আটকের পর এলাকার মানুষ মধ্যে স্বস্তি ফিরে এসেছে।