জেদ্দায় ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Slider জাতীয় টপ নিউজ ঢাকা রাজনীতি সারাদেশ সারাবিশ্ব

HFM with SG of OIC
এম এ আমীন
সৌদি আরব করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
রিয়াদ(সৌদ আরব): ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) মহাসচিব আয়াদ আমিন মাদানীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার জেদ্দাস্থ ওআইসি সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী হিসাবে প্রথমবারের মতো সংস্থার সদর দপ্তরে আসায় আবুল হাসান মাহমুদ আলীকে স্বাগত জানান ওআইসি মহাসচিব আয়াদ আমিন মাদানী। এসময় আয়াদ মাদানী চলতি বছরের ৯-১১মার্চ তার বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন। এসময় ওআইসিতে যোগদানের পর থেকে বাংলাদেশ সংস্থার মূলনীতি বাস্তবায়নে অঙ্গীকারের কথা পুর্ণব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

আয়াদ মাদানী বলেন, বাংলাদেশকে শান্তি ও মুসলিম উম্মাহর উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখায় সাহায্য প্রদান করে আসছে ওআইসি। তিনি আরও বলেন, বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে তার লক্ষ্যমাত্রা অর্জন করতে সমর্থ হয়েছে। ওআইসি মহাসচিব বাংলাদেশে নারী ক্ষমতায়নের বিষয়টি  বিশেষভাবে উল্লেখ করেন এবং বাংলাদেশের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ওআইসির সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন আয়াদ আল মাদানী।

পররাষ্ট্র মন্ত্রী এবং ওআইসি মহাসচিব আঞ্ছলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যপারে ঐক্যমত্য পোষণ করেন। এসময় মন্ত্রী ওআইসি মহাসচিবকে বাংলাদেশের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে তিনি BIMSTEC এবং BCIM এর কথা উল্লেখ করেন।

এর আগে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলামের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। ওআইসির সহকারী মহাসচিব এবং ওআইসির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

৭সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে গঠিত সিএফএম’র ৪১তম অধিবেশনে যোগ দিতে সোমবার সৌদি আরব আসেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

পররাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে রয়েছেন, বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম, মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম, পররাষ্ট্রমন্ত্রনালয়ে মহা-পরিচালক (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন) তারিক আহসান এবং সরকারে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।

১৮ ও ১৯ জুন (বুধ এবং বৃহস্পতিবার) জেদ্দায় অনুষ্ঠেয় ওআইসির সদস্যভুক্ত দেশ সমূহের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে গঠিত কাউন্সিল অব ফরেন মিনিস্টার’র (সিএফএম) ৪১তম অধিবেশনে যোগ দেবেন আবুল হাসান মাহমুদ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *