গাজীপুর: মহানগরের চান্দনা চৌরাস্তায় একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
জেলা শহরের জোরপুকুর পাড় এলাকায় বিস্ফোরণ হয়েছে কয়েকটি ককটেলের। একই সময়
আমতলী এলাকায় ভাংচূর হয়েছে কয়েকটি গাড়ি।
প্রত্যক্ষদশীরা জানান, মঙ্গলবার(৬জানুয়ারী) রাত সোয়া ৮টার দিকে
ঢাকা-ময়মনিসংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় সুরমা হোটেলে সামনে ভাওয়াল
পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় কয়েক দুর্বৃত্ত। স্থানীয় জনতা
আগুন নিয়ন্ত্রন শুরু করার সঙ্গে সঙ্গে ফায়ার সাভিস এসে আগুন নিয়ন্ত্রন
করে।
স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ৮টার দিকে গাজীপুর জেলা শহরের জোরপুকুর
পাড় এলাকায় ২/৩টি ককটেলে বিস্ফোরণ ঘটে। সংবাদ পেয়ে বিপুল পরিমান পুলিশ
ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।
এছাড়া পুলিশ জানায়, রাত সাড়ে ৭টার দিকে গাজীপুর-কাপাসিয়া রোডের জয়দেবপুর
থানাধীন আমতলী নামক স্থানে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে অবরোধ সমর্থকেরা।
জয়দেবপুর থানার উপ-পরিদশক(এএসআই) আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, দুর্বৃত্তরা ঘটনা ঘটিয়ে তাৎক্ষনিকভাবে পালিয়ে গেছে।