দিল্লি বিধানসভায় নির্বাচিত আম আদমি পার্টির (এএপি) এক আইনপ্রণেতার গাড়িতে গুলি চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এদিন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন এএপি। জয় উদযাপনে মন্দিরে পূজা দিয়ে ফেরার সময় হামলার শিকার হন দলটির আইনপ্রণেতা নরেশ যাদব। হামলায় তার কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। তবে প্রাণ গেছে তার সঙ্গে থাকা অশোক মান নামের এক দলীয় স্বেচ্ছাসেবকের। আহত হয়েছেন আরো একজন। ঘটনাটিকে ‘হিংসামূলক’ হিসেবে বর্ণনা করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, যাদবের সঙ্গেই ছিলেন অশোক।
জয়ের পর মঙ্গলবার মন্দিরে পুজো দিয়ে গভীর রাতে ফিরছিলেন তারা, সেই সময়েই ঘটে ওই ঘটনা। এএপির অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এক টুইটে বলা হয়, মন্দির থেকে ফেরার পথে যাদব ও তার সঙ্গে থাকা স্বেচ্ছাসেবীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে তখনই এক কর্মীর মৃত্যু হয়েছে ও আরো একজন গুরুতর আহত হয়েছে। টুইটে আরো বলা হয়, আজ আমরা আমাদের পরিবারের একজনকে হারিয়েছি। তার আত্মা শান্তিতে থাকুক।
এদিকে পুলিশ জানিয়েছে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর নথিভুক্ত করেছে তারা, গুলি চালানোর পেছনের উদ্দেশ্য জানার জন্যে তদন্ত করা হচ্ছে।
এদিকে, হামলার শিকার যাদব বার্তা সংস্থা এএনআইকে বলেন, ঘটনাটি সত্যিই দুর্ভাগ্যজনক। আমি এই হামলার কারণ কিছুই বুঝতে পারছি না। প্রায় ৪ রাউন্ড গুলি চালানো হয়। আমি যে গাড়িতে ছিলাম সেটি লক্ষ্য করেই আক্রমণ করা হযেছিল। আমি নিশ্চিত যে পুলিশ সঠিকভাবে তদন্ত করলে আক্রমণকারীকে সনাক্ত করতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, সে সময় ওই অঞ্চলে জয়ের আনন্দে ব্যাপক আতশবাজি পোড়ানো হচ্ছিল, তাই প্রাথমিকভাবে অনেকেই গুলি চালানোর শব্দকেও আতশবাজিই ভেবেছিল।
প্রসঙ্গত, মঙ্গলবার বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬২ আসনে বিপুল ভোটে জয় লাভ করেছে এএপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি জয়ী হয়েছে বাকি আট আসনে।