মঙ্গলবার রাজধানীতে ৬ গাড়িতে আগুন

জাতীয়
43764929a73727f2866a298538a579b5-04-01-15-Bus-Fire_Purana-Paltan-21
ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ঘোষিত কর্মসূচির প্রথম দিনে রাজধানীতে ৬টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। এদিকে রাজধানীর কদমতলী ফতুল্লা-পোস্তগোলা সড়কে পেট্রোল বোমা হামলায় এক আনসার সদস্য আহত হয়েছেন।
অবরোধ চলাকালে রাজধানীসহ সারাদেশে যানবাহন চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিলো। অবরোধে কর্মসূচি জনজীবনে তেমন প্রভাব পড়েনি। এতে জনগণেরও কোন সাড়া মিলেনি। ঢাকাসহ সারাদেশে অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যক্রম স্বাভাবিক ছিল।
মঙ্গলবার সকাল থেকে রাজধানীতে যানবাহন চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিলো।
পুলিশ জানায়, অবরোধে নাশকতা ঠেকাতে রাজধানীতে আজ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। সকাল থেকেই বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে অবরোধকারীদের নাশকতা মোকাবেলা করতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
অবরোধে লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। রাজধানী থেকে দূরপাল্লার বাসও চলাচল করতে দেখা গেছে। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, আজ বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। তবে যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম ছিল।
সকালে অবরোধকারীরা একটি স্থানীয় যানবাহনে বোমা হামলা চালালে আনসার সদস্য মো. মনোয়ার হোসেন (৪৫) গুরুতর দগ্ধ হন।
বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে শিখড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
দমকল বাহিনীর পরিদর্শক নিলুফা ইয়াসমিন জানান, উচ্ছৃংখল জনতা বিকেল পৌনে ৪টায় শাহবাগ মোড়ে শিখড় পরিবহণের ওই বাসে আগুন দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আজ মঙ্গলবার অবরোধ সমর্থনকারীরা বিকেল ৩টা ১৮ মিনিটে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় বিকল্প সিটি সার্ভিস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে। আগুনে বাসটির আংশিক পুড়ে যায়। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় বলে নিলুফা ইয়াসমিন জানান।
এদিকে বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানী গুলিস্তান মাওলানা ভাসানী স্টেডিয়ামের পাশে একটি যানবাহনে অবরোধকারীরা অগ্নিসংযোগ করে। খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে দুপুর ১টা ৫০ মিনিটে পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় দুর্বৃত্তরা সাভার পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বাসস’কে বলেন, তাঁতীবাজারে বাসে আগুন দেয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুপুর ২টা ৫ মিনিটে মতিঝিলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনের সামনে বিআরটিসির একটি বাসে আগুন দেয়া হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
বাসের সঙ্গে একটি প্রাইভেট কারেও আগুন দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চার থেকে পাঁচ জন যুবক হঠাৎ গাড়ি দুটোতে আগুন দিয়ে পালিয়ে যায় ।
৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে পূর্ব ঘোষিত বিএনপি’র কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সোমবার বিকালে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *