অন্ধকারে ডুবছে আশা
আশার বাণী বড্ড খাসা
বাস্তবে নাই মিল
ধুুপ জ্বালিয়ে গন্ধ শুকি
লোক দেখানো কপাল ঠুকি
সবকিছু গড়মিল।।
অন্যে করে ছলচাতুরী
আপনা চিত্তেও লুকোচুরি
কার বেশি দোষ তয়?
অমুক পাপী, তমুক বদ
আমার আবার ভিন্ন পদ
নেই কোন ডর ভয়।।
মিথ্যে কথার ফুলঝুরিতে
মানুষ ভোলায় এক তুড়িতে
ঠকবাজিতে সেরা
আমি আবার দারুণ চতুর
প্রতিদ্বন্ধী বানাই ফুতুর
মুচড়ে গুরুর ডেরা।।
সবাই খারাপ, দারুণ বাজে
কুখ্যাতি পায় লোকসমাজে
আমি মানুষ খাঁটি
সব বেটা চোর, বড্ড গেঁড়ে
পরের খাবার নিচ্ছে কেড়ে
ভাঙছে পিঠে লাঠি।
এমনিভাবেই দেশটা চলে
সবাই নিজের পক্ষে বলে
বাকি সবাই ভুল
নিজে কাবু পাপের ভারে
দোষ চাপিয়ে পরের ঘারে
বাজায় ঢামাঢোল।।