ড. আসিফ নজরুল: আপনার মা’কে কেউ অপমান করলে কি করবেন? প্রতিবাদ করবেন, রুখে দাঁড়াবেন। কে অপমান করলো, সে কোন ধর্মের, কোন জাতির বা তার কি পরিচয় কিছু বিবেচনায় আনবেন না।
দেশপ্রেম থাকলে আপনার দেশকে অপমান করলেও এভাবে প্রতিক্রিয়া দেখানোর কথা। কে অপমান করলো এটা তখন বিবেচনার বিষয় হবে না। কিন্তু এদেশে কিছু কুলাঙ্গারের কাছে সেটা বিবেচনার বিষয়। ভারতের খেলোয়াড় আমাদের পতাকা টেনে ছিড়েছে এটা তাদের কাছে প্রতিবাদের বিষয় না। সীমান্ত হত্যা রুখে দাঁড়ানোর বিষয় না। দেশের সম্পদ আর স্বার্থে ভারতের দাপট প্রতিরোধ করার বিষয় না।
দেশপ্রেম আর আত্নমর্যাদা হারিয়ে ফেলা এ নষ্ট মানুষদের জন্য ধিক্কার।
দেশপ্রেম না, তাদের হৃদয় ঠাসা ভারতপ্রীতিতে বা ভারভীতিতে।
(লেখক: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। লেখাটি তার ফেসবুক পেজ থেকে নেয়া।)