স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। ক্রিকেটেরে যুব বিশ্বকাপে প্রথমবারের মত শিরোপা জিতলো বাংলাদেশ। গতকাল রোববার ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। এ ম্যাচে অধিনায়ক আকবর আলীর ধীরস্থির ব্যাটিং আর ইস্পাত কঠিন মানসিকতা বিশ্ব ক্রিকেটে অলোচনার ঝড় তুলেছে। কিন্তু ফাইনালের ১৮ দিন আগে আকবর আলীর জীবনে ঘটেছে ভয়াবহ ঘটনা।
গত ২২ জানুয়ারি দেশ থেকে এলো দুঃসংবাদ। একমাত্র বোন খাদিজা খাতুন চলে গেছেন না ফেরার দেশে। যমজ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান তিনি। স্বজন হারানোর বেদনায় ভেঙ্গে পড়েননি আকবর।
শোককে শক্তিতে পরিণত করে দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুললেন। ভারতকে ১৭৭ রানে গুটিয়ে দিয়ে একটা সময় ১৪৩ রানে ৭ উইকেট হারিয়ে তখন ম্যাচ হারের শঙ্কায় বাংলাদেশ। সে মুহূর্তে অসাধারণ ব্যাটিংয়ে ৭৭ বলে ৪৩ রান করে দলকে বিশ্বকাপের শিরোপা জিতিয়ে মাঠ ছাড়েন আকবর আলী।