গাজীপুর: গাজীপুর মহানগরে মইন উদ্দিন আহমেদ ভূইয়া সুমন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন জুটি রনি-সজিব, রানার আপ শোভন-হাসান।
গতকাল বৃহসপতিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের তিতারকূল এলাকার পাতারটেক মডেল টাউনে এই খেলা অনুষ্ঠিত হয়।
জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর মেট্রো সদর থানার সভাপতি এম ইউ আহমেদ ভূইয়া রিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মজিবুর রহমান।
অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু। সম্মানিত অতিথি ছিলেন গাজীপুর সিটিকর্পোরেশনের সংরক্ষিত মহিলা
কাউন্সিলর এ্যাডভোকেট আয়েশা আক্তার। বিশেষ অতিথি ছিলেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডাঃ মোঃ রাজিব হোসেন, উত্তরা উইমেন্স কলেজ এন্ড হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ পাভেল রানা, ব্যবসায়ী নাজমুল আলম ও মাহবুবুল আলম মাসুম।
এম এ বারী শিক্ষা পরিবারের পরিচালক মোঃ ইসমাইল মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান পৃষ্টপোষক ছিলেন এ্যাডভোকেট শাফায়েত-উল ইসলাম শুভ।