ঢাকা: রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। সবুজ ঘাসে ছাওয়া উইকেটে পাকিস্তান অধিনায়ক আজহার আলী আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।
দেশের বাইরে সময়টা বেশ বাজে কাটছে বাংলাদেশের। হেরেছে টানা আট টেস্ট, এর ছয়টিতেই ইনিংস ব্যবধানে। ব্যর্থতার বৃত্ত ভাঙতে মরিয়া বাংলাদেশ দল। তবে ১৬ বছর পর এই সংস্করণে টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশ আদর্শ প্রস্তুতি ছাড়াই পাকিস্তান গেছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য খুব বেশি সময়ও পাননি মুমিনুল-মাহমুদউল্লাহ-তামিমরা। তবে বিসিএলের প্রথম রাউন্ডে তাদের পারফরম্যান্স আশা দেখাচ্ছে দলকে। ট্রিপল সেঞ্চুরি করেছেন তামিম, সেঞ্চুরি এসেছে মুমিনুল, মাহমুদুল্লাহ ও লিটনের ব্যাট থেকে।
ইনিংসে ছয় উইকেট নিয়েছেন নাঈম হাসান, পাঁচ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম।
নিরাপত্তা শঙ্কায় এই সিরিজে নেই মিডল অর্ডারের সবচেয়ে বড় ভরসা মুশফিকুর রহিম। আইসিসির নিষেধাজ্ঞায় আগে থেকেই নেই সাকিব আল হাসান। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে না যাওয়া দেশসেরা ওপেনার তামিম টেস্টে ফিরছেন এই সিরিজ দিয়ে।
বাংলাদেশ : তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, লিটন দাস (উই:) তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ, এবাদত হোসেন
পাকিস্তান : সান মাদুস, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, হারিস সোহেল, আসাদ সফিক, মোহাম্মদ রিজওয়ান (উই:), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাঈম শাহ, শাহীন আফ্রিদী