মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করা হয়েছে : খালেদা জিয়া

টপ নিউজ

57779_f2

নিজস্ব প্রতিবেদক: একুশে টিভির সম্প্রচারে ব্যাঘাত ঘটানো এবং চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে তিনি বলেছেন, গণতান্ত্রিক সভ্য সমাজে স্বাধীন মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। বর্তমান সরকারের আমলে জনগণের সব অধিকার ফ্যাসিবাদি কায়দায় হরন করা হয়েছে। রুদ্ধ করা হয়েছে নির্ভিকভাবে মতপ্রকাশের স্বাধীনতাকে।

খালেদা জিয়া বলেন, ইতোপূর্বে আওয়ামী লীগ সরকার দেশের জনপ্রিয় পত্রিকা আমার দেশ বন্ধ করে দিয়ে সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের পর অন্তরীণ করে রেখেছে। এখন সব গণমাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

তিনি বলেন, বিরোধীদল ও মত দমনে এ ধরনের অন্যায় ও ন্যাক্কারজনক কর্মকাণ্ড গণতান্ত্রের জন্য কখনো শুভ নয়।

ইটিভি চেয়ারম্যান আব্দুস সালামসহ গ্রেফতারকৃত সব সাংবাদিকের মুক্তির দাবি জানান বেগম খালেদা জিয়া।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *