ইরাকে ৪০ ভারতীয় অপহৃত

Slider জাতীয় টপ নিউজ সারাদেশ সারাবিশ্ব

নগস

গ্রাম বাংলা ডেস্ক: ইরাকের মোসল শহর থেকে ৪০ ভারতীয় নাগরিককে অপহরণ করেছে সন্দেহভাজন সুন্নি বিদ্রোহীরা। ওই ভারতীয়রা আইএসআই বিদ্রোহীদের দখলে নেয়া মোসল শহরে আটকা পড়ে গিয়েছিলেন। অপহৃতদের সবাই নির্মাণকর্মী। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

আজ বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানান হয়েছে, আমরা মোসলে আটকে পড়া ওই ভারতীয় নাগরিকদের সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু দুঃখের ব্যাপার হলো, তাদের সাথে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাই তাদের অবস্থা কী তা নিশ্চিত করে বলতে পারছি না।

জি নিউজ জানায়, মুসল ছাড়াও তিকরিত শহরেও আরো ৪৬ জন ভারতীয় আটকে পড়েছেন। তারা সবাই পেশায় সেবিকা। এই শহরটিও সুন্নি বিদ্রোহীদের দখলে চলে গেছে।
এদিকে আটকে পড়া ভারতীয়দের সম্পর্কে খোঁজখবর দিতে ইতোমধ্যে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম খোলা হয়েছে। বাগদাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতি ঘণ্টায় রিপোর্ট পাঠানো হচ্ছে। যোগাযোগ রাখা হচ্ছে ইরাক সরকারের সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *