টাকা না পেয়ে ছাগল নিয়ে যাওয়ায় দুই এএসআই ক্লোজড

Slider জাতীয় টপ নিউজ

কুমিল্লা: বরুড়ার শাকপুর গ্রামের মৃত-আলী মিয়ার ছেলে ব্যবসায়ী ফরিদ আহমেদকে গাঁজা দিয়ে ফাঁসানোর অভিযোগে বরুড়া থানা পুলিশের এএসআই ইব্রাহীম খলীল ও ইসমাইল হোসেন কে ক্লোজ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০শে জানুয়ারি রাত ৯টার দিকে এ এসআই ইব্রাহীম খলীল ও ইসমাইল হোসেন ফরিদকে গাঁজা দিয়ে ফাঁসিয়ে দেয়। এ সময় শীপন নামের এক কিশোরকে আটক করে। রাতেই দালালের মাধ্যমে ফরিদকে ১ লাখ ১৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়। পরদিন কিশোরকে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়। পরে আরো ৩০ হাজার টাকার জন্য চাপ দিতে থাকে, টাকা না পেয়ে কিশোরের বাড়ি থেকে একটি খাসি ছাগল নিয়ে যায়।

পরে ফরিদ পুলিশ হয়রানী থেকে বাঁচতে গত ২২শে জানুয়ারি কুমিল্লা পুলিশ সুপারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে দুই এএস আইকে ক্লোজ করে পুলিশ লাইনে নিয়ে আসা হয়।
এ বিষয়ে বরুড়া থানার ওসি (তদন্ত) ইকবাল বাহার জানান, তাদেরকে প্রশাসনিক কারণে ক্লোজ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *