রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে তিন দিনব্যাপী বিনামূল্যে হাড় পরীক্ষণ সেবাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় কেওয়া দক্ষিণপাড়া এলাকার আল-আমিন একাডেমি মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে স্থানীয় কাউন্সিলর জিলান উদ্দিন দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, জেলা পরিষদের সদস্য আবুল খায়ের, পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা প্রমুখ।