ঢাকা: বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামকে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে গোয়েন্দা পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে বাসায় যাওয়ার সময় অফিসের নিচ থেকে একদল সাদা পোশাকধারী ডিবি পুলিশ একটি সাদা মাইক্রোবাসে করে ইটিভির চেয়ারম্যানকে নিয়ে যায়।
ইটিভির চেয়্যারম্যানের গাড়ি চালক বাদল সংবাদ মাধ্যমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে চেয়ারম্যানকে নিয়ে পার্কিং থেকে বের হতেই হঠাৎ ১০/১২ জন লোক এসে গাড়ি ঘিরে ফেলে এবং বলে, আপনি কি সালাম ভাই। পরিচয় নিশ্চিত হওয়ার পর গাড়ি থেকে তাকে নামতে বলে।
বাদল আরো জানান, চেয়ারম্যান না নামায় তিনি গাড়ি টান দিয়ে নিয়ে যেতে চাইলে একজন চালককে কলার ধরে টেনে নামিয়ে দেয়। এরপর সাদা পোশাকধারী একজন গাড়িতে উঠে চালিয়ে নিয়ে যায়।
ওই লোকজনের কাছে ওয়াকিটকি ও রিভলবার ছিল এবং সবাই সাদা পোশাকে থাকলেও একজন ডিবি লেখা কটি পরে ছিল।