ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার বিষয়ে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, আমি ভোটকেন্দ্রের বুথে বুথে গিয়ে খোঁজ নিয়েছি, সেখানে সব দলের এজেন্ট পেয়েছি। এভাবে ঢালাওভাবে অভিযোগ না করে সুনির্দিষ্ট করে বলেন, কোন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমাদের অফিসার সেখানে নিজ দায়িত্বে এজেন্টদের বসিয়ে দিয়ে আসবেন, প্রয়োজনে তাদেরকে পাহারা দেবেন।
শনিবার দুপুর দেড়টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচনে এতো মিডিয়া কাজ করছে। এছাড়া, বর্তমানে নাগরিকরা অনেক তৎপর ও সচেতন। কোথাও কিছু হলে সাধারণ নাগরিকরাই ভিডিও করে ফেলছেন। তাই এ ধরনের অভিযোগ না করে সুনির্দিষ্ট করে বলেন।
সাংবাদিকের উপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি কিছুক্ষণ আগে আমি শুনেছি। আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা এটা নিয়ে কাজ করছে।