ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন স্থানে ভোটাররা কেন্দ্রে ঢুকতে না পারা, অস্ত্র নিয়ে ঘোরাফেরাসহ অভিযোগের সংখ্যা বাড়ছে। সংঘর্ষ, বিশৃঙ্খলা সৃষ্টিসহ এখন পর্যন্ত ২১টি অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের (ইসি) গঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে মনিটরিং সেলে।
ঢাকা উত্তরের ৪২ নম্বর ওয়ার্ডের বড় বেরাইদ ঋষি পাড়া, ১১৭১ নম্বর কেন্দ্রে ইতিমধ্যে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে মনিটরিং সেলের সমন্বয়ক মেজর রাজু।
এদিকে দুপুর পৌনে ১টায় নির্বাচন ভবনের চার তলায় মনিটরিং সেল পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা অভিযোগের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
জবাবে মেজর রাজু বলেন, পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। অস্ত্রসহ যাকে আটক করা হয়েছে, সেখানে দায়িত্বরত নির্বাহী হাকিম ইতিমধ্যে বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন।