গেণ্ডারিয়ার ফরিদাবাদ মাদ্রাসার ভোট কেন্দ্র দখলে রেখেছেন এক ছাত্রলীগ নেতা। তিনি গেণ্ডারিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদ। দুপুরে ওই ভোট কেন্দ্রে সাংবাদিকরা প্রবেশ করলে তিনি ও তার অনুসারীরা তাদেরকে হেনস্থা করেন। বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার মাহবুব মমতাজি ও বিজনেজ স্ট্যান্ডার্ডের নুরুল আমিনের মোবাইল ফোন কেড়ে নিযে আটকে রাখে। পরে দেড় ঘন্টা পরে পুলিশের সহযোগীতায় মোবাইলের সকল তথ্য মুছে ফেরত দেয়। হেনস্থার শিকার রিপোর্টার নুরুল আমিন বলেন, রিয়াদ ওই ভোট কেন্দ্র দখল করে রেখেছিলেন। আমরা মোবাইল বের করে ছবি তুলতে চাইলে মোবাইল কেড়ে নিয়ে যায়। পরে দায়িত্বরত পুলিশকে জানালে তাদের সহযোগিতায় মোবাইল ফেরত পাই।
মাহবুব মমতাজি বলেন, আমাকে তারা মারধর করতে চেয়েছিলো। অন্যান্য সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়েছে।