আই.ই.এস স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ১ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র এটি। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা এ কেন্দ্রেই ভোট দেবেন। ভোট শুরুর প্রথম আধ ঘন্টায় এই কেন্দ্রে একটি ভোটও পড়েনি। ভোট গ্রহণ কর্মকর্তাদের অলস সময় কাটাতে দেখা গেছে। বিএনপির কোনো এজেন্ট দেখা যায়নি এই কেন্দ্রে। এক সহাকারী প্রিজাইডিং অফিসার জানান, এজেন্টরা একটু বাইরে গেছে। আসবে পরে।
এখন পর্যন্ত কোনো ভোটার আসেনি। কেউ ভোট দেয়নি।