চট্টগ্রামে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Slider টপ নিউজ

0116_54267
চট্টগ্রাম: মহানগরীর কাজীর দেউড়ি এলাকায় বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

আজ বিকাল তিনটা ৫০ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল পৌনে তিনটার দিকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে ‘গণতন্ত্র’ লেখা একটি প্রতিকী কফিন নিয়ে কাজীর দেউড়ি মোড়ে এসে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

এসময় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা এলোপাতাড়ি ভাংচুর শুরু করলে পুলিশ তাদের ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এরপর সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় নসিমন ভবনের অদূরে একটি মিনি ট্রাকে আগুন দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *