ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছলো বাংলাদেশ। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের দাপুটে জয় কুড়ায় আকবর আলী বাহিনী। পচেফস্ট্রুমে টসে হেরে আগে ব্যাটিং শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৬১/৫-এ। জবাবে ১৫৭ রানে গুঁড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। স্বাগতিক ব্যাটসম্যানরা ক্রিজে টেকে সাকুল্যে ৪২.৩ ওভার। বাংলাদেশ যুব দলের বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান নেন পাঁচ উইকেট। ৯.২ ওভারের স্পেলে মাত্র ১৯ রান দেন রাকিবুল। পেসার তানজিম হাসান সাকিব নেন দুই উইকেট।
বল হাতে একটি করে উইকেট নেন পেসার শরিফুল ইসলাম ও অফস্পিনার শামীম হোসেন। এদিন ব্যক্তিগত এক অঙ্কের রানে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার ছয় ব্যাটসম্যান।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে টসে হেরে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ছিল দারুণ। ওপেনিং জুটিতে স্কোর বোর্ডে জমা হয় ৬০ রান। এর আগে ২৫০’র বেশি স্কোর করে ৪০ ম্যাচের ৩৪টিতে জয়ের স্মৃতি ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের বড় সংগ্রহে বড় অবদান তানজিদ হাসান ও শাহাদাত হোসেনের। ৮০ রান করেন ওপেনার তানজিদ। ৮৪ বলের ইনিংসটি তিনি সাজান ১২ বাউন্ডারিতে। পাঁচে নামা শাহাদাত হোসেন ৭৬ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। ৭ বাউন্ডারির সঙ্গে এক ছক্কা হাঁকান তিনি। এছাড়া ৭৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন চারে নামা তৌহিদ হৃদয় । অধিনায়ক আকবরের ব্যাট থেকে আসে ১১ বলে হার না মানা ১৬ রানের কার্যকরী ইনিংস। জবাবে শুরুটা খারাপ ছিল না প্রোটিয়াদেরও। ওপেনিংয়ে ৩৪ রান জমা পড়ে দক্ষিণ আফ্রিকার স্কোর বোর্ডে। ৯.৩তম ওভারে জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। পরে প্রোটিয়াদের স্পিন ভেলকি দেখান রাকিবুল হাসান।