ঢাকা: ঢাকা সিটি নির্বাচনের প্রচারণার শেষ দিনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে পারেননি গাজীপুর মহানগর বিএনপির নেতৃবৃন্ধ।
আজ বৃহসপতিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তারা ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিন সিটি এলাকায় প্রচারণা চালাতে গেলে অজ্ঞাত নামা ব্যাক্তিরা বাঁধা দেয়। খবর পেয়ে পুলিশ আসলেও শৃঙ্খলা ভঙ্গের অজুহাতে পুলিশ গাজীপুর বিএনপি নেতৃবৃন্ধকের স্থান ত্যাগ করতে অনুরোধ করেন। এই ঘটনার প্রতিবাদে তারা স্থানীয় একটি রেষ্টুরেন্ট উপস্থিত কয়েকজন সাংবাদিক ডেকে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। তারা নির্বাচনের নামে তামাশাকে গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে অভিমত দেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী,গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আ ক ম মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন তালুকদার উরফে ভিপি জয়নাল, গাজীপুর মহানগর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ও গাজীপুর মহানগর বিএনপির শিশু বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ সহ অনেক নেতৃবৃন্ধ।