গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, গোলাগুলি, এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, আহত ২৫

Slider জাতীয় বাংলার মুখোমুখি

গোপালগঞ্জ: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০-২৫ জন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার বনগ্রাম পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার (১৫) বলাকইড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও বনগ্রাম পুর্বপাড়ার আনোয়ার হাওলাদারের ছেলে।

গোপালগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বনগ্রাম পুর্বপাড়ার মোল্লা বংশ ও শেখ বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তুচ্ছ ঘটনা নিয়ে আজ বৃহস্পতিবার সকালে প্রথমে কথা কাটাকাটি ও পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইট পাটকেল, রামদা, ছোরা, শুড়কিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাপিয়ে পড়ে।

এ সময় প্রতিপক্ষ শেখ বংশের লোকজন মোল্লা বংশের সমর্থক এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

সংঘর্ষ চলাকালীন ২০-২৫ জন আহত হয়েছে।

একাধিক প্রতক্ষ্যদর্শী জানিয়েছেন, সংঘর্ষে উভয়গ্রুপ একে অপরের ওপর গুলি ছুড়েছে। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *