ঢাকা: সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে মিছিল ও রাস্তা অবরোধ করেছেন ২০ দলের নেতাকর্মীরা। এতে বেশ কয়েক জায়গায় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে আহত হয়েছে বেশ কয়েকজন। দুপুরে বিজয়নগর ও ফকিরেরপুল এলাকায় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীরা মিছিল করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। বিজয়নগরে এসময় এজন গুলিবিদ্ধ হন। শাহজাজানপুর এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে হারুনুর রশিদ হারুনের চোখে গুলি লেগেছে। এদিকে রাজধানীর গুলশান ২নম্বর এলাকায় বিএনপি কর্মীরা মিছিল বের করলে সেখানে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ বিএনপি কর্মীদের উদ্দেশ্যে টিয়ারশেল নিক্ষেপ করে। কুড়িল বিশ্বরোড এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর। এসময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে পুরো কৃড়িল এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। বেলা ১১টার দিকে শিবিরকর্মীরা রাস্তা অবরোধ করে। এসময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এসময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের কর্মীরাও যোগ দেয়। পরে শিবির কর্মীরা পিছু হলে সেখান থেকে ৭ পথচারিকে আটক করে পুলিশ।