ঢাকা: আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে রাজধানীতে মোটরসাইকেল চলাচলে ৫৪ ঘণ্টা এবং মোটরযান চলাচলে ১৮ ঘণ্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চালানোর ওপর বিধিনিষেধ কার্যকর হবে এবং মোটরযানের ওপর এ নিষেধাজ্ঞা শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হবে।
তবে ইসির স্টিকারযুক্ত মোটরবাইক এবং যানবাহন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং ডাক বিভাগসহ জরুরি পরিষেবার গাড়িগুলো নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩২ অনুযায়ী এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
৩১ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা হতে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত বেবি ট্যাক্সি বা অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো এবং অন্যান্য যন্ত্রচালিত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
অন্যদিকে ৩০ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা হতে ২ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র : ইউএনবি