মানহানির দুই মামলায় এক বছর করে জামিনের মেয়াদ বাড়লো খালেদার

Slider জাতীয় বাংলার আদালত


ঢাকা: কারাবন্ধী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে দায়ের করা দুই মামলায় এক বছর করে জামিনের মেয়াদ বাড়িয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার খালেদা জিয়ার পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে দায়ের করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর করে বাড়িয়েছেন আদালত।

নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২১শে ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা একই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা দায়ের করেন। এছাড়া, ২০১৬ সালের ৫ই জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ঢাকায় মানহানি মামলা করেন। এই দুই মামলায় এর আগে হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন। ওই জামিনের মেয়াদ শেষ হয়ে আসায় ফের আবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *