ঢাকায় আজিজ কমিশন মার্কা নির্বাচন চাই না: মেনন

Slider জাতীয় বাংলার মুখোমুখি

বরিশাল: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আজিজ কমিশন মার্কা নির্বাচন দেখতে চাই না। নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে গণজোয়ারের সৃষ্টি হয়েছে, ব্যালট বাক্সে তার প্রতিফলন দেখতে চাই। মানুষ যেন ভোট থেকে মুখ ফিরিয়ে না নেয়, সেটা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে।

বুধবার বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রাশেদ খান মেনন এমপি এসব কথা বলেন। ২১ দফার ভিত্তিতে ন্যায্যতা- সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানাতে ওয়ার্কার্স পার্টির এ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাশেদ খান মেনন বলেন, আমরা ভোটের মাঠে উৎসব দেখতে চাই। ঢাকার দুই সিটিতে নির্বাচনের ইমেজ দেখতে পেয়েছি। ওয়াকার্স পার্টিসহ ১৪ দল মাঠে কাজ করছে। আমার দৃঢ় বিশ্বাস ভোটে ১৪ দলের প্রার্থীই জয়ী হবে। ভোটাররা ভোট কেন্দ্রে আসেন সেই কাজটি সকলকে করতে হবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সরকার গঠন হলেও দেশ থেকে দুর্নীতি বন্ধ করা যায়নি। দেশে অর্থনীতির প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। তারপরও এখনও দেশের ৫ ভাগের একভাগ মানুষ দারিদ্রসীমার নিচে রয়েছে। উন্নয়নের সঙ্গে দুর্নীতিও বেড়েছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঁচার হচ্ছে। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে হবে জনগণের, কোন দুর্নীতিবাজদের রাষ্ট্র হবে না।

সমাবেশে আরো বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুলতাহ এমপিসহ স্থানীয় নেতারা। সভাপতিত্ব করেন পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরম্নল হক নীলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *