ঢাকা: প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে অবরুদ্ধ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাইল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ সোমবার সকালে সিপিবির দলীয় কার্যালয়ে মুক্তিভবনে সিপিবি-বাসদের যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানান সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
মুজাহিদুল ইসলাম সেলিম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির দাবি জানিয়ে সরকারের উদ্দেশে বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের জনক যদি জামায়াত হয়ে থাকে তাহলে জামায়াতের কার্যালয় খোলা আর বিএনপির কার্যালয়ে তালা কেন? খালেদাকে তার কার্যালয় থেকে মুক্তি দিন।
সেলিম বলেন, দেশে ভৌতিক অবস্থা বিরাজ করছে। দুই দলের হানাহানিতে গণতন্ত্র আজ বিপন্ন। এই অবস্থায় একটি দেশ চলতে পারে না। এ সময় উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক খালেকাজ্জামানসহ সিপিবি-বাসদের কেন্দ্রীয় নেতারা।