ডেস্ক : পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, থানায় টাকা-পয়সা দাবি করলে কিংবা নিরীহ লোক হয়রানির শিকার হলে ৯৯৯-এ কল দিয়ে অবহিত করা যাবে।
তিনি বলেন, পুলিশ মানুষের সেবা করবে। এটা তাদের দায়িত্ব। সেবা দিয়ে আমরা কোন করুণা করছি না।
আমরা বদলে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। দোষ-ত্রুটি থাকলে আমাদের সঠিক পথ বাতলে দেওয়ার চেষ্টা করবেন। আমরা সত্যিকারের পুলিশ হতে চাই।
আইজিপি বলেন, কিছুদিন আগে দেশে ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে।
নিয়োগে প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে অনেক অসহায় এবং দিনমজুর পরিবারের সদস্যরা কৃতকার্য হয়েছেন। আর এটি সম্ভব হয়েছে পুলিশ কর্মকর্তাদের সক্রিয়ভাবে সহযোগিতার কারণে।
রবিবার বিকেলে সিলেট পুলিশ লাইনস মাঠে জেলা ও মহানগর পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।