রাজশাহী: রাজশাহীর সাহাপুর সীমান্তে মধ্যরাতে ভারত থেকে অস্ত্র পাচারের সময় চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবি ২৭ রাউন্ড গুলি করেছে। এ সময় ১টি বিদেশি পিস্তুল, ২টি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড পিস্তলের এ্যামোনেশন উদ্ধার করেছে বিজিবি।
রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সোয়া ১১টার দিকে লে. কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ টহলদল শাহাপুর বিওপির’র সীমান্ত পিলার ৬৮/৩-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খয়ের বাগানে এ্যাম্বুস পেতে থাকে। এ সময় ৪ জনের একটি সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী দল ভারত হতে বাংলাদেশে অস্ত্র পাচারকালে বিজিবির এ্যাম্বুস দল অস্ত্র পাচারকারীদের মৌখিক বাধা দেয়। এতে তারা এ্যাম্বুস দলের উপর আক্রমণাত্মক হয়ে উঠে।
তাৎক্ষণিক ২৭ রাউন্ড বল এ্যামো ফায়ার করে বিজিবি। এতে অস্ত্র পাচারকারীরা অস্ত্র ফেলে ভারতের অভ্যান্তরে পালিয়ে যায়।