হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ চীনে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস সম্পর্কে দেশের বিভিন্ন সীমান্ত ও বন্দরে সতর্কাবস্থা জারি করা হলেও লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে এখন পর্যন্ত কোনো সতর্কতামূলক ব্যবস্থা চোখে পড়েনি। এমনকি ন্যূনতম স্বাস্থপরীক্ষার জন্যও নেই কোন মেডিক্যাল টিম।
চীনের পাশ্ববর্তী দেশ ভারত, ভুটানসহ বিভিন্ন দেশ থেকে বুড়িমারী চেকপোস্ট দিয়ে শতশত পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করছে প্রতিদিন। এর ফলে যাত্রীদের মাধ্যমে ভাইরাসটি দেশে প্রবেশ করার সম্ভাবনাও রয়েছে।
বুড়িমারী ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন বুড়িমারী স্থলবন্দর দিয়ে গড়ে ৫০০ জন মানুষ ভারত যাতায়াত করে।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা মেডিক্যালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. নুর আরেফিন প্রধান কল্লোল বলেন, ‘জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ পযর্ন্ত করোনা ভাইরাস সতর্কতা সংক্রান্ত কোন নির্দেশনা দেয়নি।’
বুড়িমারী ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মাহমুদ জানায়,ভাইরাসটি সম্পর্কে এখন পযর্ন্ত কেউ কোন বার্তা দেয়নি। কোন নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।