সহজ কাব্য
————————–
এখন আমার খুব সহজে মন কাঁদেনা
বুকের ভিতর যখন তখন ঝর উঠে না।
আমি কি খুব বদলে গেছি,
না কি আগের মতোই আছি?
তা জানি না,তা জানি না।
এখন আমার চোখের পানি আর ঝরে না,
চোখের কোনে বিন্দু বিন্দু আর জমে না।
এখন আমার কিছু মানুষ
অচেনা নয়, চেনা লাগে-
আগে চিনতে না পারাতে
নিজের মনে প্রশ্ন জাগে।
এখন আমার ভাবনা জুড়ে
একটি কথা সদাই ঘুরে,
নিজেরে যেন চিনতে পারি
নিজের যুদ্ধে না যেনো হারি-
কখনো না, কখনো না।
জীবনটা খুব সহজ যে নয়
বোঝার কিছু বাকি ছিলো
সময় যেনো সেই সুযোগে
আমায় কিছু শিখিয়ে দিলো।
শিখেছি যা ভুলে যাবো না
ভুলেও আর ভুল হবে না-
কিছুতেই না, না না না।
শেখার অনেক কিছুই আছে
শিখতে হবে ধীরে ধীরে,
জীবনটা যে খুবই ছোট
ভুলে না যাই কাজের ভীরে।
জবাব কিন্তু দিতেই হবে
সময় একদিন এসেই যাবে
পার পাবে না, না না না।
২৫ জানুয়ারী ২০২০