ঢাকা: জাতীয় পার্টির সদস্যরা মন্ত্রীসভায় থাকবেন কি-না সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।
আজ সোমবার সকাল ১১টায় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন রওশন এরশাদ একথা বলেন।
তিনি বলেন, জাতীয় পার্টি (জাপা) মন্ত্রিপরিষদে থাকবে কি-না সে বিষয়ে অচিরেই সিদ্ধান্ত নেয়া হবে। বর্তমানে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে আমরা এখানে হাজির হয়েছি। আপনারা জানেন, ২০১৩ সালে কী পরিস্থিতি হয়েছিল। কী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আমরা যদি নির্বাচনে অংশ না নিতাম, তাহলে দেশে অনির্বাচিত সরকার ক্ষমতায় আসত।