পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর কোরআন তেলাওয়াত

Slider জাতীয়


গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় যখনই আসেন পিতার সমাধিতে কোরাআন তেলাওয়াত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারো তার ব্যতিক্রম হয়নি।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) শীত সকালে হেলিকপ্টারে চেপে বসেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ১০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োযানটি। খানিক পরে সেখানে পৌঁছান আওয়ামী লীগের নবগঠিত কমিটির বাকি নেতৃবৃন্দ। সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এরপর যথারীতি জাতির পিতার কবরের পাশে বসেন প্রধানমন্ত্রী। সেখানে কোরাআন তেলাওয়াত করতে শুরু করেন তিনি।

এর আগে হেলিপ্যাডে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। সেখান থেকে বেলা ১১টা ২০ মিনিটে সড়ক পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ কমপ্লেক্স এলাকায় পৌঁছান। নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা শেষে প্রধানমন্ত্রী কোরান তেলাওয়াত করতে বসেন সমাধিসৌধ কমপ্লেক্সের ভেতর বঙ্গবন্ধুর সমাধির পাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *