ঢাকা:ভোট থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরসনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
শুক্রবার দুপুরে মধ্য বাড্ডা লুৎফুন টাওয়ারের সামনে পথ সভায় তিনি এসব কথা বলেন।
তাবিথ আউয়াল বলেন, ৩২৫ কিলোমিটার হেঁটে মা বোনের কাছে দোয়া চেয়েছি । এই শহরে অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রান হারিয়েছে। তার সুষ্ঠু তদন্ত করে এর বিচার করা হবে। তারা চেষ্টা করছে ভোট থেকে আমাদের সরিয়ে দেওয়ার জন্য। এজন্য তারা হামলাও করছে। ভোটের মাঠ থেকে আমরা পিছু হটবেন না।
জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, এই নির্বাচন গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। সরকার ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না।
তারা ভয় পেয়ে গেছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য বলেন, পুলিশ ভাইরা জনগণের বিপক্ষে গিয়ে কাজ করবেন না। আপনারা জনগণের সেবক। তাই নিরপেক্ষ হয়ে কাজ করুন।
তিনি আরো বলেন, তাবিথ আউয়ালকে বিজয়ী করলে মেট্রোপলিটন পুলিশ করা হবে। তারা নগরীরর সেবায় কাজ করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চেীধুরী বলেন, প্রতিনিয়ত আওয়ামী লীগের প্রার্থীরা আচরন বিধি লংঘন করছে। নির্বাচন কমিশন যদি আচরনবিধি লংঘনের অভিযোগ আমলে না নেয় তাহলে আপনার নেতাকমীরাই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন।
তিনি বলেন, ভোট চোরদের প্রতিহত করতে হবে। কেন্দ্র পাহারা দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু , যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।