ঢাকা: রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। অগ্নিকাণ্ডে দগ্ধ এক নারী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে এ আগুনের খবর পাওয়া যায়। পরে তা বস্তিতে ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন তারা।
পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।