অবৈধ অটোরিক্সা বন্ধের দাবীতে ফেঞ্চু্গঞ্জে ইউএনও বরাবর স্মারকলিপি

Slider জাতীয় সিলেট


সিলেট প্রতিনিধিঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সড়কে বেপোরয়া ভাবে চলছে পারমিট বিহীন অবৈধ ব্যাটারি চালিত রিক্সা বা অটো রিক্সা। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ পারমিট বিহীন ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস,এম জাহিদুর রহমান বরাবর।

আজ সোমবার (২০ জানুয়ারী ২০২০) দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ,এস,এম জাহিদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন উপজেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রাসেল আহমদ টিটু ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরছ নেতৃত্বে পরিষদের নেতৃবৃন্দ।

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত স্মারকলিপিতে উপজেলার বিভিন্ন সড়কে পারমিট বিহীন ব্যাটারি চালিত অবৈধ রিক্সার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এইসব অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে বলা হয়। এসব অবৈধ অটোরিক্সার কারনে বৈধ পরিবহন ও শ্রমিকদের আয়-রোজগারে ব্যাঘাত ঘটছে। যার ধরুন ফেঞ্চুগঞ্জ মালিক ও শ্রমিক ঐক্যের মধ্যে অসন্তোষ উত্তেজনা বিরাজ করছে।

স্মারকলিপিতে প্রদানকালে পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা মতিন মিয়া, কার্যকরী সভাপতি রুজেল আহমদ শাহ্, সহ সভাপতি শেখ শওকত সাহেব আলী, মুহিব উদ্দিন, লিয়াকত আলী, আব্দুল লতিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুরমান আহমদ সুমন, আহমদ লালু, সহ সম্পাদক তফুর মিয়া, বুলবুল হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক কিজির আহমদ, সাইদুজ্জামান শাভলু শাহ্, খোকন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাল মিয়া, সহ প্রচার সম্পাদক রিপন মিয়া, জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ টুটুল আহমদ তুতু ও দপ্তর সম্পাদক নাসির উদ্দিন সবুজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *