রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার যুব মহিলা লীগের মৌসুমী সরকারকে সভাপতি হাজেরা আক্তারকে সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে গাজীপুর জেলা মহিলা যুবলীগের আহবায়ক শর্মিলী দাশ মিলি।
কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা অপু উকিল ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপির দিক নির্দেশনায় মৌসুমি সরকারকে সভাপতি ও হাজেরা আক্তারকে সাধারন সম্পাদিকা করে এই কমিটির অনুমোদন দেন গাজীপুর জেলা যুব মহিলা লীগের আহবায়ক শর্মিলী দাস।
নবগঠিত কমিটির সাধারন সম্পাদিকা হাজেরা খাতুন জানান,যুব মহিলা লীগের সাংগঠনিক কার্যক্রম ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধ পরিকর। তারই ধারাবাহিকতায় শ্রীপুরের ত্যাগী মহিলা কর্মীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি মৌসুমী সরকার জানান,মাননীয় প্রধানমন্ত্রী নিজেই ২০০২ সালে এই যুব মহিলা লীগ প্রতিষ্ঠা করেছেন।বিভিন্ন সময়ে যুব মহিলা লীগের কর্মীরা রাজপথে থেকে আন্দোলন করেছে,আমরাও সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করে যেতে চাই, ও দলকে শক্তিশালী করতে চাই।