প্রচণ্ড তুষারপাতের কবলে তেহরান

Slider জাতীয় সারাবিশ্ব


ঢাকা: ইরানের রাজধানী তেহরানের রাস্তাঘাট ভারী তুষারে ঢেকে গেছে। এ কারণে রোববার প্রধান প্রধান ফ্লাইটে বিলম্ব এবং স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে। তেহরান কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

এএফপির সংবাদদাতা জানান, ভোরবেলা থেকে তুষারপাত শুরু এবং নগরীর প্রধান কয়েকটি সড়কে যানজট সৃষ্টি হয়।

তেহরানের ট্রাফিক পুলিশ প্রধান মোহাম্মাদ রেজা মেহমানদার রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, ‘আমরা জানতে পেরেছি যে গত রাত থেকেই তুষারপাত শুরু হয়েছে। যা স্বাভাবিকভাবেই যানজট সৃষ্টি করছে।’

তিনি আরো বলেন, ‘তেহরানের উত্তরাঞ্চলের কিছু মহাসড়কে সামান্য বরফ জমেছে। এতে খুব দ্রুত দুর্ঘটনা ঘটে।’

নগরীর সকল জেলাসমূহের এবং প্রদেশের কিছু অংশে সকাল ও বিকেলের দুই সময়েই সকুলগুলো ভারি তুষারপাতের কারণে বন্ধ ঘোষণা করা হয়।

অতিরিক্ত তুষারপাতের কারণে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমান বন্দরের আসা ও যাওয়ার ফ্লাইটসমূহে বিলম্ব ঘটে।

ইরানের বিমান কর্তৃপক্ষের মুখপাত্র রেজা জাফর যাদেহ জানান, ‘মেহরাবাদ আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্লাইটসমূহ চলবে। তবে দৃষ্টিসীমা স্পষ্ট না থাকায় বিলম্বিত হচ্ছে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তেহরান ও উত্তরাঞ্চলের অন্যান্য প্রদেশে সোমবার পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *