শিবচর( মাদারীপুর):বর্ণিল আলোক সজ্জা ও আতশবাজির ঝলকানিতে মাদারীপুরের শিবচরে মুজিব বর্ষের কর্মসূচির উদ্বোধন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
শনিবার রাতে মুজিব বর্ষের কর্মসূচি উপলক্ষ্যে পৌর বাজার সংলগ্ন পুকুর পাড় সাজানো হয় নানান সাজে। এরপর পাশেই পৌরসভার অর্থায়নে নির্মিত অনন্য সৃষ্টিশীল স্থাপনা ’লালন মঞ্চ’ উদ্বোধন শেষে লালন উৎসবে যোগ দেন।
অতিথিরা দেশ বরেণ্য লালন শিল্পীদের গান উপভোগ করেন। এ সময় স্পিকার তার পছন্দের গান গাওয়ার অনুরোধ করলে লালনকন্যা অংকন তা গেয়ে শোনান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি জাতিসংঘ আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, ইউএনএফপিএ প্রতিনিধি ড. আশা টর্কেলসন, আসম ফিরোজ এমপি, ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপি, ডা. এ এফ এম রুহুল হক এমপি, অ্যাড. মো. সামসুল হক টুকু এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ, ডা. মো. হাবীব মিল্লাত এমপি, বেগম মেহের আফরোজ এমপি, মো. নজরুল ইসলাম বাবু এমপি, বেগম নাহিদ ইজহার খান এমপি, বেগম আদিবা আনজুম মিতা এমপি, ফখরুল ইসলাম এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, সুবর্ণা মোস্তফা এমপি, অপরাজিতা হক এমপি, শবনম বেগম এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন।
টেরাকোটায় আকা লালন মঞ্চটি পৌর বাজারেই নজকাড়া স্থাপনায় রূপ নিয়েছে। মুজিব বর্ষসহ দুটি উদ্বোধনী উৎসবকে ঘিরে গভীর রাত হাজার হাজার দর্শক উপস্থিত হয় অনুষ্ঠানে। গান পরিবেশন করেন দেশ বরেণ্য লালন শিল্পী বিউটি, অংকন ও শাহাবুল।