ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি’র নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগ সভা-সমাবেশ করবে না। রোববার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা জানান। রোববার বিকাল ৫টা থেকে ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ (ডিএমপি)। হানিফ বলেন, আশা করি আওয়ামী লীগ আগামীকাল সভা-সমাবেশ করার সুযোগ পাবে। তবে শেষ পর্যন্ত অনুমতি না পেলে নেতাকর্মীরা যে যার অবস্থানে সর্তক থাকবেন। তিনি বলেন, আমরা এক মাস আগে থেকে ৫ই জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালনের কর্মসূচি ঘোষণা দিয়েছি। এজন্য আমরা সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। কিন্তু বিএনপি মাত্র কয়েকদিন আগে কর্মসূচি ঘোষণা করে যে পরিবেশ তৈরি করেছে- তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কে অবরুদ্ধ? এটুকু জানি, তার নিরাপত্তা জোরদার করা হয়েছে।