ঢাকা: ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে ৩ তারিখ থেকে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমামানের পরীক্ষা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
শনিবার রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।
জানা যায়, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা দুই দিন পেছানো হয়েছে। ১ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও এখন শুরু হবে ৩ ফেব্রুয়ারি সোমবার।
সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জটিলতা দেখা দেয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা সিটি নির্বাচনও পেছাতে পারে। নির্বাচন কমিশন এ ব্যাপারে বৈঠকে বসেছে।