ঢাকা:হঠাৎ জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে আজ শনিবার বিকেল ৪টায় নির্বাচন ভবনে বৈঠকটি ডাকা হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হদা। এছাড়াও বৈঠকটিতে উপস্থিত আছেন অন্যান্য নির্বাচন কমিশনাররা।