ঢাকা: এখন মাঘ মাস। এ মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রায় বেশ উঠা-নামা থাকবে। কোথাও কোথাও বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস সমকালকে এ তথ্য জানান।
তিনি বলেন, মাঘ মাসে একটানা শৈত্যপ্রবাহ হবে না। একদিন রাতে তাপমাত্রা কমলে পরের দিনই বেড়ে যাবে। জানুয়ারির ২১-২২ তারিখে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখে তাপমাত্রা বাড়লেও ২৪ ও ২৫ জানুয়ারি ফের তাপমাত্রা কমতে পারে।
রুহুল কুদ্দুস আরও বলেন, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোনো কোনো জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। তবে ঢাকায় আকাশ মেঘলা থাকবে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও সিলেটের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয় আবহাওয়া অধিদপ্তর থেকে।