পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে পটিয়ার শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ১৫ জন।
নিহত দু’জন হলেন- ওমর ফারুক (৪০)। তার বাড়ি নোয়াখালী জেলায়। এবং জাহিদ হোসেন (৩৮)। তার বাড়ি কক্সবাজার জেলায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিসমিল্লাহ পরিবহন একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়। উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেলে আনা হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, এ ঘটনায় বাস দু’টিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।