ঢাকা: রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় মামা-ভাগ্নে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৪০) ও তার ভাগ্নে সালাউদ্দিন (২০)।
জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় অনাবিল পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ১টার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ারের স্ত্রী শাহেদা বেগম জানান, দুই সন্তান নিয়ে তারা যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় থাকেন। মতিঝিল এলাকায় পানির ব্যবসা করতেন আনোয়ার। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।