দেশ আজ কঠিন সময় পার করছে: ফখরুল

Slider জাতীয় রাজনীতি


নীলফামারী:বিএনপি নয়, গোটা দেশ আজ কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের কথা বললেও মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাকে ধবংস করেছে, তেমনি ধবংস করেছে দেশের গণতন্ত্রকে। বৃহস্পতিবার নীলফামারী জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, মুক্তিযোদ্ধার স্ত্রী হয়েও বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। তার স্বারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে সংবিধান সংশোধন ও তত্বাবধায়ক সরকার বাতিল করেই ক্ষ্যান্ত হয়নি। ক্ষমতায় টিকে থাকতে নতুন আঙ্গীকে ছদ্যবেশী বাকশাল প্রতিষ্ঠা করে একতরফা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। নির্বাচন কমিশন বিচার বিভাগ কেউ আজ স্বাধীন নয়।
সিটি কর্পোরেশন নির্বাচনকে আমরা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীদের বিভিন্ন ভাবে হয়রানী করছে সরকার। তার পরেও গণ জোয়ার সৃষ্টি হয়েছে বিএনপি প্রার্থীদের পক্ষে। জনগণের ভোটাধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

ফখরুল বলেন, দেশে আজ কোন শাসন ব্যবস্থা নেই। সব ধবংস হয়ে গেছে। ৭১ এর পর তারা কম্বল চুরি করলেও এখন করছে ব্যাংক চুরি। হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে ব্যাংক থেকে। চারিদিকে শুধু দূর্নীতি আর দূর্নীতি। চোরের খনিতে পরিণত হয়েছে গোটা দেশ। যে দানব সরকার আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে তার বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়াতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াব নিঃশর্ত মুক্তির দাবীতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকারের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও জহুরুল আলম প্রমুখ। সম্মেলনে সাবেক যুবদল নেতা আলমগীর সরকার ও সাবেক ছাত্রদল নেতা জহরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *